বিভিন্ন দেশের পর্যটক নিয়ে ভারতের বেনারস থেকে ছেড়ে আসা বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ সুন্দরবন হয়ে বরিশালে নোঙর করেছে।
গতকাল বিকেলে কীর্তনখোলা নদী ও বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্কের বিআইডব্লিউটিএর পল্টুনে নোঙর করে জাহাজটি। নদী পথে বরিশাল পর্যন্ত পৌঁছে খুশির কথা জানিয়েছেন ভিনদেশী ২৮ পর্যটক।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের শুভেচ্ছা জানানো হয়। পর্যটক নির্দেশনাকারী প্রতিষ্ঠান জার্নি প্লাসের প্রতিনিধি কায়েস খান বলেন, সুন্দরবনে বাঘ দেখতে না পেলেও পায়ের ছাপ দেখেই খুশি পর্যটকরা। মুগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য্য দেখেও। বরিশাল পৌঁছে অক্সফোর্ড মিশন চার্চ পরিদর্শন করেন
তারা। আজ ঝালকাঠি ও পিরোজপুরের ভাসমান বাজার দেখতে যাবেন সুইজারল্যান্ড ও জার্মানির ২৮ পর্যটক। পরে ঢাকা, টাঙ্গাইল ও রংপুর হয়ে ভারতের আসামের উদ্দেশ্যে যাত্রা করবেন। বাংলাদেশ ভ্রমণের ১৬ দিনে ২৭ নদীতে ৩২’শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৫০টি টুরিস্ট স্পট ভ্রমণ করবে তারা।