ভারতের পররাষ্ট্র সচিব আজ ঢাকায় আসছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৯৭ বার পড়া হয়েছে
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকায় আসছেন আজ। যোগ দেবেন আগামীকালের বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশনে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভিন্ন সফরের এজেন্ডা নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।