ভারতের দক্ষিণাঞ্চলীয় শিবমোগগা শহরের হ্রদে প্রতিবছর অতিথি পাখির সমাগম ঘটে
- আপডেট সময় : ১১:১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ভারতের দক্ষিণাঞ্চলীয় শিবমোগগা শহরের হ্রদে প্রতিবছর অতিথি পাখির সমাগম ঘটে। পরিবেশ আর জীব বৈচিত্র্যের পাশাপাশি হ্রদটির আকর্ষণ, হাজার হাজার মাইল পথ পারি দিয়ে পাখিদের নিয়ে আসে এই অভয়ারণ্যে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় শিবমোগগা শহরের এই হ্রদের আশেপাশে দুইশ’র বেশি প্রজাতির পাখিকে ঘুরে বেড়াতে দেখা যায়। অভিবাসী হয়ে শিবমোগগার গুডাভি পাখির অভয়ারণ্যে এরইমধ্যে ইওরেশিয়ান স্পুনবিল, ইন্ডিয়ান কর্পোরেন্ট, পরিহ কাইট, পন্ড হেরন প্রজাতির বিদেশী পাখিরা ভিড় করেছে। পরিবেশ আর জীব বৈচিত্র তো আছেই, হ্রদের আকর্ষণেও অতিথি পাখির সংখ্যা বাড়ছে বলে মত পরিবেশবিদদের।
“জীব আর পরিবেশ-বৈচিত্রের কারণে গুডাভির এই হ্রদ পাখিদের আকর্ষণ করে। যার ফলে প্রতি বছর এই বিশেষ জায়গাটিতে প্রচুর পাখি ভিড় করতে দেখা যায়।” শীত শুরু হওয়ার সাথে সাথে হাজার হাজার মাইল পথ পারি দিয়ে সুদূর সাইবেরিয়া থেকে নানা জাতের পাখি আসছে। অতিথি পাখির সমাগম নভেম্বরে শুরু হয়ে চলে ডিসেম্বর পর্যন্ত। বসন্ত এলে পাখিরা আবার ফিরে যায় আপন নীড়ে।