ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় প্রানহানির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় প্রানহানির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতি নদীর পানি। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় গৃহহীন হয়েছেন অন্তত ৬৫ হাজার মানুষ। তাদের আশ্রয় দিতে খোলা হয়েছে ৪শ’র বেশি অস্থায়ী কেন্দ্র। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলেও জানানো হয়।গত ২৪ ঘন্টায় ত্রিপুরার দক্ষিনাঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় ৫শ মিলিমিটার। রাজ্যের সবগুলো জেলাই তলিয়ে গেছে।তবে গোমতী, দক্ষিণ ত্রিপুরা, উনাকোটি এবং পশ্চিম ত্রিপুরা জেলার ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে উঠেছে বিভিন্ন স্থানে। উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।