ভারতের গুজরাটের সুরাতে বহুতল ভবন ধসে অন্তত ৭ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
ভারতের গুজরাটের সুরাতে বহুতল ভবন ধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হন আরো ১৫ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে শচীন পালি গ্রামে ছয়তলা ভবনটি ধসে পড়ে। র্দুঘটনার সময় ভবনটিতে পাঁচটি পরিবার ছিলো।পুলিশ জানায়, রাতভর অভিযান চালিয়ে সকাল ৬টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পরে আছে অনেকে। অব্যাহত রয়েছে উদ্ধার কার্যক্রম। ধারণা করা হচ্ছে গত কয়েকদিনের বৃষ্টিতে ধসে পড়েছে ভবনটি। এ ঘটনার তদন্ত চলছে বলে জানায় কর্তৃপক্ষ।