বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে দেয়া ভারতের কূটনৈতিক বার্তা দুঃখজনক : ফখরুল
- আপডেট সময় : ০২:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ভারত যে কূটনৈতিক বার্তা দিয়েছে, তা অপ্রত্যাশিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ভারতের এমন অবস্থান প্রতিবেশী দেশের নিরাপত্তার জন্য শুভ নয় বলেও জানান মির্জা ফখরুল।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। পরে গণমাধ্যমের কাছে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার দেশের মানুষকে জিম্মি করে রাজতন্ত্র প্রতিষ্ঠার অপচেষ্টা করছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্খাকে ভারত সম্মান করবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।