ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে সরকার
- আপডেট সময় : ০৯:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৬১৯ বার পড়া হয়েছে
জনগণকে বোকা বানিয়ে বর্তমান সরকার ভারতের কাছে দেশকে জিম্মি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত বাংলাদেশ সীমান্ত ছাড়া পৃথিবীর কোন দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হয় না। মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সরকার আইনকে অবৈধভাবে ব্যবহার করে তাকে আটকে রাখছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ১০টি সমঝোতা স্মারকও সই হয়। নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে সরকার প্রধানের বার বার ভারত সফর নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত সফর থেকে সরকার কি এনেছে প্রশ্ন করে তিনি বলেন, যে সব চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হয়েছে তা দেশের স্বার্থের পরিপন্থী। বিএনপি চেয়ারপার্সনের ৬ মাস করে সাজা স্থগিতের বিষয়টিকে সরকারের চালাকি মন্তব্য করেন বিএনপি মহাসচিব । সরকার জোর করে ক্ষমতা দখল করে রেখেছে বলে অভিযোগ করেন, বিএনপির সিনিয়র নেতারা। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের কোন বিকল্প নেই বলেও জানান তারা।