ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৪ শ্রমিক নিহত

- আপডেট সময় : ১০:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫০৩ বার পড়া হয়েছে
ভারতের উত্তরপ্রদেশে আবারও সড়ক দুর্ঘটনায় ২৪ শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার রাতে লখনউ থেকে ২০০ কিলোমিটার দূরে আউরাইয়া জেলায় দুটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত ২৪ জন শ্রমিকের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি । আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খবরে বলা হয়েছে, শুক্রবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাজস্থান থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন তারা। এ নিয়ে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনায় মারা গেলেন অনেক পরিযায়ী শ্রমিক। দেশটির পুলিশ জানায়, শ্রমিকরা বাড়ি ফিরতে এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে একটি ট্রাকে জোর করে উঠে পড়েন তারা। ট্রাকটি খাবার বহন করছিল। পথেই অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় পুলিশ। পাঠানো হয় অ্যাম্বুলেন্সও। স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন সাহায্যের জন্য। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়।