ভারতীয় স্টার গ্রুপের সকল চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

- আপডেট সময় : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫০২ বার পড়া হয়েছে
সমস্যার সমাধান না হলে ভারতীয় স্টার গ্রুপের সকল চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব ঐক্য পরিষদ। যাদু ভিশন কর্তৃক ক্যাবল টিভি অপারেটরদের সাথে অব্যসায়িক আচরণ এবং ক্যাবল টিভি অপারেটরদের হয়রানি বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে, কোয়াব সমন্বয় কমিটি জানিয়েছে, এ মুহুর্তে ক্যাবল অপারেটরদের সংগঠন- কোয়াবের কোনো কমিটি নেই। তাই কোয়াবের নাম করে স্টার গ্রুপের চ্যানেল বর্জনেরও ভিত্তি নেই। বিকেলে ঢাকায় আলাদা সংবাদ সম্মেলনে কোয়াবের দুটি পক্ষ থেকে এমন বক্তব্য তুলে ধরেন নেতারা।
ভারতীয় স্টার গ্রুপের পে-চ্যানেলগুলোর বাংলাদেশী পরিবেশক যাদু ভিশনের সাথে সমস্যার সমাধান করতে ২৮ অক্টোবর থেকে স্টার গ্রুপের সব চ্যানেলের প্রচার বন্ধ করলেও সমাধানের অভাবে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন ডাকে কোয়াব ঐক্য পরিষদ।
এসময় যাদু ভিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে কোয়াব নেতারা বলেন, সহসাই সমস্যার সমাধান না হলে স্টার গ্রুপের সব চ্যানেলের প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আলাদা সংবাদ সম্মেলন করে কোয়াব সমন্বয় কমিটি ও মুক্তধারা ফাউন্ডেশন। এসময় সংগঠনের নেতারা জানান, স্টার গ্রুপের চ্যানেল বর্জন করলে ডিটিএইচ ও আইপিটিভি ব্যবহার বাড়বে। যা ক্যাবল ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর।
এসময় তারা স্টার গ্রুপের চ্যানেলসমূহ বয়কট থেকে সরে আসতে কোয়াব ঐক্য পরিষদের প্রতি আহবান জানান।