ভারতীয় ব্যবসায়ীর মৃত্যুতে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ভারতীয় এক ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
বাংলাদেশের হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি অশোক আগরওয়াল মারা যাওয়ায় তার স্মরণে সেদেশের ব্যবসায়িরা আজ হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়। বিষয়টি এক পত্রের মাধ্যমে আমাদের সংগঠনকে জানানো হয়। ফলে সকাল থেকে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্কানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল থেকে যথারীতি শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।