ভারতীয় পণ্য বর্জন করেছেন কুয়েতের ব্যবসায়ীরা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
 - / ১৬৬১ বার পড়া হয়েছে
 
মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয় পণ্য বর্জন করেছেন কুয়েতের ব্যবসায়ীরা।
প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়া হয়েছে কুয়েতের একটি সুপার শপে থাকা সব ভারতীয় পণ্য। এদিকে ওই ঘটনা সম্পর্কে জানতে ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। কাতারের একটি সুপার মার্কেটের ব্যবসায়ীরা তাদের তাক থেকে ভারতীয় সব পণ্য সরিয়ে ফেলেছেন। সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, জর্ডান, লিবিয়া এবং বাহরাইনসহ কয়েকটি দেশ ওই ঘটনার নিন্দা জানিয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি করেন। যদিও দলীয় চাপের মুখে বিজেপির ওই দুই মুখপাত্রকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে।
																			
																		















