ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন জন নিহত এবং আহত হয়েছে ১১ জন।
মুম্বাইয়ের ডকইয়ার্ডে বুধবার এ বিস্ফোরণ ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌবাহিনীর এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরের একটি প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটে ভোর ৪টা ৩০ মিনিটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নেয়া হয়। জাহাজটির বড় ধরনের কোন ক্ষতি হয়নি, জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাহাজটির উপকূলে ফেরার কথা ছিল।