ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব–১৬ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
- আপডেট সময় : ০৭:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বীর গোলকিপার ইয়ারজান বেগম। সাফ অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলে টাইব্রেকারে গড়ানো ফাইনালে বাংলাদেশের গোলকিপার ইয়ারজান ভারতের তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেশকে এনে দিয়েছেন অনূর্ধ্ব-১৭ সাফ ফুটবলের শিরোপা। এর আগে অনূর্ধ্ব-১৫ শিরোপা জিতলেও এই প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল ১-১ গোলে ড্র। ম্যাচের ৫ মিনিটে ভারতের অনুশকা দেবীর গোলে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ মরিয়াম বিনতে আন্নার গোলে সমতায় ফেরে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা।
শুরুতেই গোল খেয়ে হতভম্ব হয়ে বেশি সময়ই নিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। ফাইনাল খেলার চাপেই কিনা, স্বাভাবিক খেলাটা একেবারেই খেলতে পারছিল না সুরভী আকন্দ, থুইনুই মারমারা। ভারতের মেয়েদের প্রেসিং ফুটবলে জায়গাটাও ঠিকমতো করে নিতে পারছিল না বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে বল পায়ে রেখে খেলার পুরস্কারটা বাংলাদেশ আদায় করে নিয়েছে ম্যাচের ৭১ মিনিটে। মরিয়ামের সুযোগ সন্ধানী এক গোলে ১-১ সমতায় ফিরে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে টাইব্রেকারে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের মেয়েরা প্রথমার্ধে একেবারেই ভালো খেলতে পারেনি। বারবার বল হারাতে হয়েছে তাঁদের। ভারতও যে খুব গতিময়, আক্রমণাত্মক ফুটবল খেলেছে, এটা একেবারে বলা যাবে না। তবে বাংলাদেশ দল স্নায়ুর চাপে ভুগছিল বেশ ভালো ভাবেই। বাংলাদেশের নড়বড়ে অবস্থার সুযোগ ভারত নিতেই পারত। কিন্তু সেটিও ঘটেনি। পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।সমতায় ফেরার সুযোগ প্রথমার্ধে এসেছিল বাংলাদেশের সামনেও। কিন্তু ফাতেমা আক্তারের ফ্রি কিকের দ্বিতীয় প্রচেষ্টায় ফেরান ভারতের গোলকিপার মুন্নি।
দ্বিতীয়ার্ধের খেলায় দেশর মেয়েরা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কোচ সাইফুল বারী দুটি বদল আনেন। ফাতেমার জায়গায় মমিতা আর ক্রানুচিং মারমার জায়গায় মাঠে নামেন অনন্যা মুরমু বীথি। এরপর ভারতকে চেপে ধরে বাংলাদেশর মেয়েরা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। পুরস্কার আসে ৭১ মিনিটে। অনন্যা মুরমু বীথির কর্নার থেকে মারিয়াম বক্সের মধ্যকার জটলায় বল ঠেলে দেন ভারতের গোলবারে।