ভাইরাস আতঙ্কে প্রভাব পড়তে শুরু করেছে রংপুরের চালের বাজারে
- আপডেট সময় : ০৪:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস আতঙ্কে প্রভাব পড়তে শুরু করেছে রংপুরের চালের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে পাঁচ থেকে আট টাকা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে মূল্য বৃদ্ধির কারণেই বেড়ে গেছে চালের দাম।
রংপুর সিটি বাজারে গত সপ্তাহে মিনিকেট ৪৬ টাকা কেজি বিক্রি হলেও এখন ৫২টাকা । ৪০ টাকার আটাশ চাল ৪৪ টাকা আর ৩৪ টাকার পাইজাম বিক্রি হচ্ছে ৪০ টাকা।ক্রেতারা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে পুঁজি করেই আস্থিতিশীল করা হয়েছে চালের বাজার।
বিক্রেতারা বলছেন, মিল মালিকরা বেশি দাম নেয়ায় বেড়েছে চালের দাম।এদিকে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন।জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি মাস থেকেই ১ লাখ ৬৫ হাজার ৬শো পরিবারের মাঝে ১০টাকা কেজি দরে ওএমএসের চাল সরবারাহ করা হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।