ভরা মৌসুমেও অস্বাভাবিক দরে বিক্রি হচ্ছে শীতের সবজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বেশিরভাগ সবজি ৪০ থেকে ৮০ টাকা কেজি। বিক্রেতারা বলছেন, ঘন কুয়াশার কারণে সবজি সরবরাহ ব্যাহত হচ্ছে। বেড়েছে আদা-রসুনের দাম। মোটা চালের দাম কিছুটা কমলেও চিকন চালের দাম আকাশচুম্ব। বাজারের এমন ঊর্ধ্বগতিতে প্রতিনিয়ত হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। নুর মোহাম্মদ ভূঁইয়ার প্রতিবেদন৷
শীতের ভরা মৌসুমে সবজির দাম অনেকটাই নাগালের মধ্যে থাকে। তবে এ বছরের চিত্রটা একেবারেই ভিন্ন। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা৷
ভোক্তারা বলছেন, তাদের স্বস্তি নেই। কোন না কোন অজুহাতে সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
এদিকে, সরবরাহ কম থাকায় সব ধরনের মাছের দাম আকাশচুম্বী। বিপাকে ক্রেতা সাধারণ। বাড়তি দরে এ সপ্তাহেও ব্রয়লার ও লেয়ার মুরগী কিনতে হচ্ছে ক্রেতাদের।
উর্ধ্বদামে কিনতে কিনতে হাঁপিয়ে উঠেছেন ক্রেতা সাধারণ।