ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়তে বৈশ্বিক অংশীদারিত্ব বাড়াতে হবে : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
বিশ্বকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন- এসকাপের ৭৯তম বার্ষিক অধিবেশনে ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়নের জন্য জলবায়ু পদক্ষেপ ত্বরান্বিতকরণ’ বিষয়ে রেকর্ডকৃত ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনই সাম্প্রতিক সময়ের মূল চ্যালেঞ্জ উল্লেখ করে বেশকিছু সুপারিশও তুলে ধরেন প্রধানমন্ত্রী।