বড়দিনকে সামনে রেখে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আর্চবিশপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বড়দিনকে সামনে রেখে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ। বিকেলে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথিড্রাল চার্চে সাংবাদিকদের মাধ্যমে শ্রেণি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি শুভেচ্ছা জানান তিনি।
পরে এসএটিভিকে দেয়া সাক্ষাৎকারে, আর্চবিশপ যীশু খ্রিস্টের আদর্শ ও বানী তুলে ধরেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হওয়ায় এ বছরের বড়দিন বাড়তি আনন্দের বলেও জানান তিনি। আগামীর বাংলাদেশ, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক নীতিতে অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনাহীন সমঅধিকারের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশা জানান তিনি।