এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসের চলতি আসরে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশ। নারী ক্রিকেট দলের পর এবার পুরুষ দল জিতলো এই পদক। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে সাইফ হাসানের দল।
হাংঝুতে পাঁচ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ১ উইকেটে ৪৮ রান তোলে পাকিস্তান। ১৮ বলে ৩২ রান করেন মির্জা বেইগ। এতে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৫ রানের। জবাবে ১ রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। জাকির ও অধিনায়ক সাইফ হাসান ফিরেছেন শূন্য রানে। তৃতীয় উইকেটে আফিফ ও ইয়াসির আলীর ব্যাট ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১১ বলে ২০ রান করে ফেরেন আফিফ। শেষ ওভারে ২০ রানের সমীকরণে ১৬ রান তুলে ব্যক্তিগত ৩৪ রানে ইয়াসির আউট হলে উত্তেজনা ছড়ায় ম্যাচে। তবে, শেষ বলে চার মেরে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন রাকিবুল হাসান।