ব্রিটেনে ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
গতকাল রাতে নাটকীয়ভাবে বরিস জনসন তার প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায়, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এটি হলে ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ঋষি।
ব্রিটিশ ইন্ডিয়ান কমিউনিটি থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী পাওয়ার খবরে ব্রিটেনের বুকে বাঙালির অবস্থানকে নিঃসন্দেহে সংহত করবে। একই সঙ্গে
ব্রিটেনে একজন ভারতীয় বংশোদ্ভূতকে প্রধানমন্ত্রী পাওয়ার স্বপ্নকে পূর্ণতার পথে এগিয়ে নেবে। খোদ স্কটল্যান্ড ইয়ার্ড ব্রিটেনের প্রাতিষ্ঠানিক বর্ণবাদকে স্বীকার করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দল-মতের বাইরে ঋষির এ সাফল্যে তাৎক্ষণিকভাবে অনেক বাংলাদেশি আনন্দ প্রকাশ করেছেন।