ব্রিটিশ পার্লামেন্টে কাশ্মিরের মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে পার্লামেন্ট সদস্যদের মধ্যে

- আপডেট সময় : ০১:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ব্রিটিশ পার্লামেন্টে কাশ্মিরের মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে পার্লামেন্ট সদস্যদের মধ্যে। এ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
হাউস অব কমন্সে পার্লামেন্টের নির্বাচিত কিছু সদস্য কাশ্মিরের মানবাধিকার লঙ্ঘন এবং গুজরাটের সংঘাত নিয়ে আলোচনা করেন। এ আলোচনার পেছনে অন্যতম ভূমিকা পালন করেন পাকিস্তানি বংশোদ্ভূত লেবার পার্টির এমপি নাজ শাহ। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনব্যবস্থা নিয়েও সমালোচনা হয়। এরপরই মুখ খুলেছে ভারত।
বিষয়টি নিয়ে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এভাবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক একটি দেশের প্রধানমন্ত্রী নিয়ে অন্য একটি দেশের পার্লামেন্ট পর্যায়ে সমালোচনা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, কাশ্মির সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। অন্য কোনও দেশের পার্লামেন্ট সদস্যরা যদি এ বিষয়ে কথা বলতে চান, তাহলে তাদের অবশ্যই গোটা বিষয়ে সঠিক তথ্য যাচাই-বাছাই করে নেয়া উচিত।