ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন

- আপডেট সময় : ০৪:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
বিতর্কিত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি কথা বলতে না পারায় ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। তার বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে পাকস্থলীও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশদির ব্যক্তিগত সহকারী অ্যান্ড্রু ওয়াইলি এক বিবৃতিতে জানান, দ্য স্যাটানিক ভার্সেসের রচয়িতা ঔপন্যাসিক সালমান রুশদি একটি চোখ হারাতে পারেন। গতকাল নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানমঞ্চে কথা বলার সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করে এক হামলাকারী। পরে হামলাকারীকে আটক করে পুলিশ। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীর মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। তিনি দর্শকদের মধ্য থেকে বেরিয়ে মঞ্চে উঠে রুশদির ওপর হামলা চালান। মাত্র ২০ সেকেন্ডে ১০-১৫ বার কোপানো হয় রুশদিকে। ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কারজয়ী ৭৫ বছর বয়সী লেখক সালমান রুশদি ১৯৮১ সালে তাঁর লেখা ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। কিন্তু ১৯৮৮ সালে বিতর্কিত চতুর্থ বই ‘স্যাটানিক ভার্সেস’ লেখার পর ৯ বছর লুকিয়ে থাকতে হয়ে তাকে।