ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে।
প্রথম পর্যায়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। সকালে শহরের বিরাসা এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। জেলার ৯টি উপজেলায় প্রায় ১৬ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথম ডোজ টিকার আওতায় আনা হবে। পরীক্ষার পর দ্বিতীয় ডোজ দেয়া হবে।