ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় হিরু দাস নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে দেবগ্রাম সংলগ্ন রেলব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবার জানায়, হিরু মানসিক ভারসাম্যহীন ছিল। রবিবার বাড়ির কাউকে কিছু না বলে সে ঘর থেকে বেড়িয়ে যায়। পরে তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। সকালে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।