ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ১১:০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একই স্থানে বিএনপির দুইপক্ষ কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মুনসুর জানান, গতকাল সন্ধ্যা থেকেই এ আদেশ কার্যকর করা হয়েছে। যা আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় উল্লিখিত স্থানের মধ্যে কোথাও কোনো সভা-সমাবেশ করা যাবে না। আজ সকালে উপজেলার এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি থাকার কথা ছিল। অন্যদিকে, একই স্থানে সম্মেলনবিরোধী অপরপক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার ঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এর আগে, গত সোমবার সম্মেলন বিরোধীরা একটি মিছিল বের করলে তাতে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এ সময় সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পড়ে দুইপক্ষই একই স্থানে কর্মসূচি পালনের বিষয়ে অনড় থাকে।