ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ ইয়াকুর নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হন ৫ জন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নরসিংসার গ্রামের বারী উচ্চ বিদ্যালয় মাঠে সামিউন বাসির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। খেলায় নরসিংসার পশ্চিম পাড়া দল উত্তর পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই নিয়ে দুদলের মধ্যে বাকবিতন্ডা বাধে। এক পর্যায়ে নাজাত গোষ্ঠীর কুদ্দুস মেম্বারের ছেলে রায়হান ও তারেকের নেতৃত্বে কয়েকজন ধারালো ছুরি দিয়ে ইয়াকুবসহ কয়েকজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত
করে। এতে ইয়াকুবসহ ৫ জন আহত হন। পরে তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি আসলাম হোসাইন বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।