ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় শাহাদাত হোসেন ভূঁইয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গতকাল পৌনে ছয়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের ভাদুঘর ফাটাপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তার সাথে থাকা আরোহী দুই বন্ধু জানান, মোটরসাইকেলের তেল নিয়ে শহরে ফেরার পথে একটি ট্রাককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাদের ধাক্কা দেয়। তখন শাহাদাত নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে।