ব্রাজিলের একটি হ্রদে ভ্রমণকারীদের নৌকার ওপর পাহাড় ধসে পড়ে অন্তত ৭ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় একটি হ্রদে ভ্রমণকারীদের নৌকার ওপর পাহাড় ধসে পড়ে অন্তত ৭ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন।
এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছেন। ব্রাজিলের মিনাস গেরিয়াস প্রদেশের লেকটিতে স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে এই প্রাণহানি। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দুই পাহাড়ের মধ্যে দিয়ে পর্যটকবাহী নৌকা যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের হেলিকপ্টারও উদ্ধারকাজে যুক্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, পাহাড়ের খাঁজ থেকে একটি পাথর খণ্ড পর্যটকবাহী নৌকার ওপরে পড়ায় চিৎকার করছেন পর্যটকরা।