ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েই চলছে সরকার: নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০১:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের মানববন্ধনে দলের নেতা নজরুল ইসলাম খান সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার চান।
সাম্প্রদায়িক হামলা এবং দ্রব্যমূল্যের টানা উর্দ্ধগতির প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম খান দেশের সুনাম-সম্মান রক্ষায় দলবাজি বন্ধের আহ্বান জানান। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, সরকারকে কারো কাছ জবাবদিহিতা করতে হয় না বলে সব দ্রব্যের দাম এখন আকাশচুম্বী। নিজেদের সকল দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে ঐব্যবদ্ধ গণ আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে, একই অনুষ্ঠানে অংশ নিয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতায় ছাত্রলীগ-যুবলীগ জড়িত এটা প্রমাণিত। কিন্তু মামলা হচ্ছে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আন্দোলন শুরু আগেই সরকার ভয় পেয়ে এই হামলা-মামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।