নিজ সেনাদের ওপর বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসবে না সুদানের আধাসামরিক বাহিনী রেপিড সাপোর্ট ফোর্স।
বিবিসিকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে আরএসএফ’র শীর্ষ কমান্ডার জেনারেল হেমেদি জানান, তৃতীয় দফায় তিন দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও আরএসএফ যোদ্ধাদের লক্ষ্য করে বোমা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী। চলমান সহিংসতার জন্য সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানকে দায়ী করেছেন তিনি। আরএসএফের শীর্ষ কমান্ডার বলেন, সেনাবাহিনীর নিষ্ঠুরতা বন্ধ হলেই সংলাপে বসবেন তারা। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও সুদানের রাজধানী খার্তুমে অব্যাহত রয়েছে সেনাবাহিনী ও আধা সামরিকবাহিনীর মধ্যে লড়াই। ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে খার্তুম।