বৈশ্বিক সংকটে ঘুরে দাঁড়াবার বাজেট দিয়েছে সরকার : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০১:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়াবার বাজেট। বিশ্ব অস্থিরতার মধ্যেও বাংলাদেশে এই বাজেট করে শেখ হাসিনা ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, যারা লুটপাট করে বাংলাদেশকে দূর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল তাদের মুখে বাজেট নিয়ে মন্তব্য মানায় না।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া জানাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ।
সংবাদ সম্মলেনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাট এবং দুর্নীতির জন্য বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিলো, ফলে তাদের মুখে বাজেট নিয়ে সমালোচনা মানায় না।
জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে জানিয়ে কাদের বলেন, মানুষের কষ্ট সহনীয় পর্যায়ে নিয়ে আসতেই এই বাজেট দেয়া হয়েছে।
বিএনপি’র আমলে আওয়ামী লীগ বারবার নির্যাতিত হয়েছে, কিন্তু বর্তমানে বিএনপি অবাধে রাজনীতি করার সুযোগ পাচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।