বৈশ্বিক সংকটেও বেড়েছে অংশীদারদের সুদের হার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক সংকটে অংশীদারদের সুদের হার বৃদ্ধির প্রবণতায় উন্নয়ন সহায়তা অকার্যকর হয়ে পড়ছে।
বাংলাদেশ এডিবির অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এসময় কার্যকর উন্নয়নের জন্য সহজ শর্তের ঋণ সহায়তা দিতে উন্নয়ণ সহযোগীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
যুদ্ধের কারণে উন্নয়নশীল দেশগুলোর কষ্টার্জিত অর্জন ম্লান হচ্ছে এবং ভোগান্তি বাড়ছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
১৯৭৩ সাল থেকে বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গী এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। আর তাই অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীতে তুলে ধরা হয় গেলো ৫ দশকে দেশের আর্থ সামাজিক উন্নয়নে এডিবির ইতিবাচক ভূমিকার কথা।
বন্ধুত্বপূর্ণ এই অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যের শুরুতে দু:সময়ে বাংলাদেশের পাশে থাকায় এডিবিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জানান, গেলো ১ দশকে এডিবির সাহায্য বেড়েছে ৩ গুণ।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন এর জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো।
চলমান বৈশ্বিক সংকটের মাঝে উন্নয়ন সহযোগীদের সুদের হার বৃদ্ধিকে মরার উপর খাঁড়ার ঘা বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
২০৪১ এর সালের মধ্যে জ্ঞান ভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানান শেখ হাসিনা।