বৈশ্বিক মন্দা মোকাবেলায় সরকার প্রস্তুত: বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
বৈশ্বিক মন্দা মোকাবেলায় বর্তমান সরকার প্রস্তুত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, পরিস্থিতি খারাপ হলেও নিত্যপণ্যের দাম খুব বেশি বাড়েনি। তিনি আরো বলেন, মন্দা মোকাবেলায় সরকারী প্রকল্পে খরচ কমানোসহ খাদ্য উৎপাদন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। ভোজ্যতেল নিয়ে কারসাজিতে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করছে বলে দাবী করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সন্ধায় সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাস, ইউক্রেন ও রুশ যুদ্ধের কারণে সারাবিশ্বের অর্থনৈতিক সংকট সৃষ্টির ফলে তেল ও খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দ্রব্যমূল্যের দাম বাড়ল যুদ্ধের কারণে আর বিএনপি প্রচার করছে আওয়ামী লীগের জন্য বৃদ্ধি পেয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করছে। পরে স্বাস্থ্যমন্ত্রী সর্বসম্মতিক্রমে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।