বৈশাখের প্রচন্ড খরায় ফেটে চৌচির দিগন্ত জোড়া ফসলের মাঠ

- আপডেট সময় : ১১:১৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- / ১৮৭১ বার পড়া হয়েছে
দেখা নেই কাঙ্খিত বৃষ্টির। নেমে গেছে পানির স্তর। যে কারণে ঝিনাইদহে অকেজো হয়ে পড়েছে শত শত নলকূপ। সরবরাহও করা হয়নি জিকে সেচ খালের পানি। ফলে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। পানি সংকটে ক্ষতিগ্রস্থ হচ্ছে পাট, ধানসহ অন্যান্য ফসলের ক্ষেত।
বৈশাখের প্রচন্ড খরায় ফেটে চৌচির দিগন্ত জোড়া ফসলের মাঠ। পানির অভাবে নষ্ট হচ্ছে বোরধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির স্তর নেমে গেছে নিচে। পানি উঠছে না স্যালো মেশিন, পাম্প ও নলকূপে। সেচপাম্পগুলো ৮ থেকে ১০ ফিট গর্ত করে নিচে নামিয়েও মিলছে না পানি। ক্ষতির দুঃশ্চিন্তায় উদ্বিগ্ন চাষিরা।
শুধু মাঠই নয় তীব্র খরায় পানির সংকটে ব্যহত হচ্ছে গৃহস্থলীর কাজকর্ম । গৃহস্থলী কাজের পানির জন্য ছুটতে হচ্ছে দুরদুরান্তে। জেলার ৬টি উপজেলাতেই একই অবস্থা। এর মধ্যে সব চেয়ে বেশি বিপাকে পড়েছেন শৈলকুপা উপজেলার মানুষ। সংকটের কথা স্বীকার করলেন জনস্বাস্থ্য প্রকৌশলী। জানান, প্রচন্ড তাপদাহে পানির সমস্যার হয়েছে। বৃষ্টি হলেই এই সংকট কেটে যাবে বলছেন এই কর্মকর্তা।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলায় ১৭ হাজার গভীর ও ১৮ হাজার অগভীর নলকূপ রয়েছে।