বৈচিত্র এসেছে দেশের আমদানী-রপ্তানী বাণিজ্যে
- আপডেট সময় : ০৩:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১৫৭১ বার পড়া হয়েছে
করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে নতুন অর্থনৈতিক বাস্তবতায়, বৈচিত্র এসেছে দেশের আমদানী-রপ্তানীতে। প্রচলিত বাজারে রপ্তানী কমলেও অপ্রচলিত বাজারে বেড়েছে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, সস্তা পণ্যের চেয়ে বেড়েছে দামি পণ্যের আনাগোনা। তাই বন্দর ও কাস্টমসের ব্যস্ততা কমলেও, অর্থনৈতিক গুরুত্ব কমেনি। আর ব্যবসায়ী নেতারা বলছেন, রাজস্ব বোর্ডের নানামুখী নীতি আর কাস্টমসের কড়াকড়ির কারণে, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পারছেন না তারা।
২০২১-২২ অর্থবছরে ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ টি কন্টেইনার হ্যান্ডলিং করেছিলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিদায়ী অর্থবছরে যা কমে দাড়ায় ৩০ লাখ ৭ হাজার ৩৪৪ টিউস। কিন্তু রাজস্ব আহরণ কিম্বা বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবৃদ্ধি ছিল ইতিবাচক। আগের বছরের চেয়ে ১৮ দশমিক ৬৯ শতাংশ রপ্তানী কমলেও বৈদেশিক মুদ্রা এসেছে ২০ হাজার কোটি টাকা বেশি। ফুটেজ-১ ও গ্রাফিক্স-১ ফুটেজের ওপর লেখা যাবে
আপস:…..
কাস্টমস বলছে, আমদানী রপ্তানীতে নতুন নতুন পণ্য যুক্ত হওয়ায়, পরিমানে কমলেও টাকার অংক বেড়েছে। সেটাফ
সট: ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি, ডেপুটি কমিশনার, চট্টগ্রাম কাস্টম হাউজ
বন্দর কর্তৃপক্ষ বলছে, বিদায়ী অর্থবছরে কন্টেইনারে আসা পণ্যের পরিমান কমেছে। বিপরীতে বাল্ক পণ্য কিছুটা বাড়লেও তা আগের বছরগুলোর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ফুটেজ-১ ও গ্রাফিক্স-২ ফুটেজের ওপর লেখা যাবে
সট: ওমর ফারুখ, সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
ব্যবসায়ী নেতারা বলছেন, রপ্তানী বাজার এতোদিন ইউরোপ-আমেরিকা নির্ভর ছিল। কিন্তু এখন নতুন বাজারে রপ্তানী বেড়েছে। এই কারণে নতুন নতুন পণ্য আমদানী ও রপ্তানী করতে হচ্ছে। তবে কাস্টমসের কড়াকড়ির কারণে চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন।
বিদায়ী অর্থবছরে প্রচলিত বাজার ইউরোপ ও আমেরিকায় কমলেও, নতুন বাজার রাশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় রপ্তানী বেড়েছে।
সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।
রপ্তানী
অর্থবছর- পণ্য – টাকা
২০২১-২২- ৪৪,৩৯,৯১৩ মে.টন -৩,২২,০৯৬ কোটি
২০২২-২৩- ৩৬,১০২৭০ মে.টন-৩,৪২,৪১২ কোটি
প্রবৃদ্ধি-(-)১৮.৬৯ %- (+)৬.৩১ %
আমদানী
অর্থবছর- পণ্য – টাকা
২০২১-২২- ৯,২০,৮৩,৯৬৭ মে.টন -৬১,৪৬৪ কোটি
২০২২-২৩- ৮,৮৫,৩২,৫৮৭ মে.টন-৫৯,১৫৯ কোটি
প্রবৃদ্ধি-(-)৩.৮৬ %- (+)৩.৯০ %
অর্থবছর- কন্টেইনার – বাল্ক
২০২১-২২- ৩২,৫৫,৩৫৮ টিউস -১১,৮১,৭৪,১৬০ মে.টন
২০২২-২৩- ৩০,০৭,৩৪৪ টিউস-১১,৮২৯৬,৭৪৩ মে.টন