বেড়েছে মাছ ও খাসির মাংসের মূল্য

- আপডেট সময় : ০২:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে রাজধানীর বেশ কিছু এলাকায় খোলা মাঠ আর বড় রাস্তায় কাচাঁ বাজার বসেছে। তবে সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মানছেন না কেউই।এদিকে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে নজরদারির বাড়িয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তাই আদা,রসুনসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। তবে বেড়েছে মাছ ও খাসির মাংসের মূল্য। আর গত সপ্তার দামেই মুদিপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য কাচাঁ বাজার খোলা মাঠে নিলেও অনেকেই তা মানছেন না । আগের মতোই বেচাকেনা চলছে এ সব বাজারে।
এদিকে রোজায় বাজারে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অদিদপ্তরের তদারকির প্রভাব পড়েছে। কমেছে আদা ও রসুনের দাম। মসুর ডাল সহ সব ধরণের পণ্যের দাম স্থিতিশীল বলে দাবি করেন খুচরা ব্যবসায়ীরা।
শাক-সবজির মূল্য কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে ছোট বড় সব ধরণের মাছের দাম। আমদানির কম, ক্রেতা শূন্য অভিযোগে বাড়তি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা ।
ব্রয়লার মুরগী ১৩০ টাকা কেজি বিক্রি হলেও কেজিতে ১ শ টাকা বেড়েছে খাসির মাংসের দাম ।বাজারে করোনা সচেতনতায় সামাজিক দুরত্ব মেনে চলতে কাজ করছে সংশ্লিষ্টরা।