বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্যাকেজ মূল্য ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করেছে হাব

- আপডেট সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজ মূল্য ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব। তবে, এ প্যাকেজের মধ্যে কোরবানির খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। এজন্য প্রত্যেক হজযাত্রীতে আরও ১৯ হাজার ৬৮৩ টাকা ব্যয় করতে হবে।
রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করেন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি বলেন, প্যাকেজের টাকা ১৮ মের মধ্যে জমা দিতে হবে। সাধারণ প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের দেড় হাজার মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে। ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। সেটাও হজযাত্রীকে পরিশোধ করতে হবে। এজেন্সির ব্যাংক হিসাব অথবা টাকা জমা দেওয়ার রশিদ গ্রহণ করতে হবে। হজ ফ্লাইট পরিচালনায় ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করতে হবে। তা না হলে দেশে সব হজ যাত্রীদের দেশে ইমিগ্রেশন সম্পন্ন করা সম্ভব হবে না বলে জানানো হয়।