বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পিএইচডি ডিগ্রী দেয়ার কোন অনুমোদন নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এম.ফিল বা পিএইচডি ডিগ্রী দেয়ার কোন অনুমোদন নেই বলে হাইকোর্টকে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
সোমবার এ বিষয়ে জারি করা রুলের শুনানিতে ইউজিসি এ তথ্য জানায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের জমা দেয়া পিএইচডি গবেষণাপত্র কিভাবে সংরক্ষণ করা হয় এবং তা মূল্যায়নের ক্ষেত্রে কোনো সফটওয়্যার বা উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় কিনা, তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা জানাতে বলা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। পিএইচডি ও সমমানের ডিগ্রি দেয়ার ক্ষেত্রে জালিয়াতি বন্ধে করা হাইকোর্টে রিটের শুনানিতে আজ এই আদেশ দেয় আদালত।