বেশ কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বেশ কয়েকটি দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ গৃহবধু উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে মুরালিপুর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ২ শতাধিক লোক অংশ নেয়।
ময়মনসিংহের ত্রিশালে মনির বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় বক্তারা ওই বাহিনীর অত্যাচারের বিবরণ তুলে ধরে বিচার দাবি করেন।
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহীদ সরোয়ারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন তারা।
হংকং প্রবাসী গাজী কামালের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।