বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে গাঁজা, ফেনসিডিল, ওষুধ ও কসমেটিক্স আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে গাঁজা, ফেনসিডিল, ওষুধ ও কসমেটিক্স আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভারতীয় একটি ট্রাক বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে বেনাপোল বন্দরে অবস্থান করছিল। অভিযান চালিয়ে ট্রাক থেকে ১১ কার্টন পণ্য উদ্ধার করা হয়। পরে, কাস্টমস বন্দর ও গোয়েন্দাদের উপস্থিতিতে কার্টন খুলে ১৮৬ কেজি গাঁজা, ৭৪৯ বোতল ফেনসিডিল, বিভিন্ন ধরনের ওষুধ, কসমেটিক্স ও আতশবাজি পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ট্রাক চালক ও সহযোগী।