বেনাপোল কাস্টম হাউসের লকার ভেঙ্গে ১৯ কেজি ৩৮০ গ্রাম স্বর্ণ চুরি
- আপডেট সময় : ১১:৫২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৭১৬ বার পড়া হয়েছে
বেনাপোল কাস্টম হাউসের গোপনীয় লকার ভেঙ্গে ১৯ কেজি ৩৮০ গ্রাম স্বর্ণ চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। তিন দিনের সরকারি ছুটিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাস্টম বিভাগ। এ ঘটনায় সোমবার রাতে লকারের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা শাহাবুল সর্দারসহ ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কাষ্টমসও পুলিশ সুত্র জানায়,শুক্রবার থেকে গেল ৩ দিনের সরকারী ছুটিতে বেনাপোল কাষ্টমস’র পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গোপনীয় কক্ষের তালা ভাঙ্গার পর লোহার লকার ভাঙ্গে দুর্বৃত্তরা। লকারে কাষ্টসম, শুল্ক গোয়েন্দা ও বিজিবি’র আটক করা স্বর্ণ, ডলার, টাকা, কষ্টি পাথর ও বিভিন্ন ধরনের মূল্যবান সম্পদ ছিল। সোমবার সকালে পোর্ট থানা পুলিশ, রেব, ডিবি, সিআইডি যৌথভাবে তদন্ত শুরু করেছে।
কাষ্টমসের যুগ্ন কমিশনার শহিদুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন এবং লকারের দায়িত্বে থাকা ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানিয়েছেন এ কর্মকর্তা।
বেনাপোল কাস্টমস ভোল্ট থেকে স্বর্ণ চুরির সময় কক্ষের সিসি ক্যামেরার সংযোগ বিছিন্ন ছিল বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বেনাপোল কাস্টমস হাউসের ভোল্ট থেকে চুরির ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটা মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানা নেয়া হয়েছে।