বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারের কাস্টডিতে নেই, তিনি মুক্ত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি সরকারের কাস্টডিতে রয়েছেন বলে বিএনপির দাবি সঠিক নয় বলেও জানান তিনি।
রোববার সংসদে বিচারপতিদের ভ্রমণ ভাতার বিলের ওপর আলোচনার সময় দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি দুটি শর্তে সম্পূর্ণ মুক্ত। সেজন্যই বাসায় থাকতে পারেন এবং মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন। এর আগে বিএনপির সংসদ সদস্যরা অভিযোগ করেন, খালেদা জিয়ার বাসাকে সাব-জেল বানিয়ে সেখানে রাখা হয়েছে। খালেদা জিয়া সরকারের দায়িত্বেই আছেন। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারায় দণ্ডাদেশ স্থগিত করে খালেদা জিয়াকে ছ’মাস করে মুক্তি দেন।