বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা করেছে বিএনপি
- আপডেট সময় : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা করেছে বিএনপি। এসময় নাটোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ১৩ জন আহত এবং নেত্রকোনায় পদযাত্রার সময় সিএনজি স্টেশনে ককটেল বিস্ফোরণ ও অটোরিক্সা ভাংচুরের অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নাটোরে বিএনপি’র পদযাত্রা কর্মসূচী কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের হামলায় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। বিএনপি কার্যালয়সহ শহরের বিভিন্ন পয়েন্টেও তাদের অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীদের মারধর করে আওয়ামী লীগ কর্মীরা, অভিযোগ জানান জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক।
নেত্রকোনায় জেলা বিএনপির পদযাত্রার সময় শহরের বনোয়াপাড়া সিএনজি স্টেশনে ককটেল বিস্ফোরণ ও অটোরিক্সা ভাংচুরের অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বরগুনায় খন্ড খন্ড মিছিলে নেতাকর্মীরা সমবেত হয় কার্যালয়ের সামনে। পদযাত্রা প্রেসক্লাব চত্বরে পৌছালে পুলিশের বাধা ও লাঠিচার্জে আহত হন অনেকে। এসময় বিক্ষুব্ধ নেতা কর্মীদের লাঠিচার্জ করে পুলিশ। পরে দলীয় কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
চট্টগ্রামে সরকার পতনে এক দফা দাবির সঙ্গে চেয়ারপার্সনের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা করেছে বিএনপি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্যে বলেন, ভোট ছাড়াই ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে সরকার। সে ষড়যন্ত্র বিফল করতে সবাইকে আন্দোলনের যোগদেয়ার আহ্বান জানান তারা।
পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বগুড়ায় বিএনপির পথযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।
খাদেদা জিয়ার মুক্তি দাবি ও সরকার পতনের এক দফা দাবীতে মুন্সীগঞ্জে জেলা বিএনপির পদযাত্রা শুরু হয় মুক্তারপুর পান্না সিনেমা হলের সামনে থেকে, শেষ হয় পঞ্চসার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে।
একই দাবিতে বরিশালে কর্মসূচি পালন করে মহানগর জেলা বিএনপি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন
কুড়িগ্রামেও বিএনপির পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতারা।
বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সিরাজগঞ্জেও পদযাত্রা মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।
নোয়াখালীর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
ব্রাহ্মণবড়িয়ায় জেলা বিএনপির দুই পক্ষ পদযাত্রার আলাদা কর্মসূচী পালন করেন। এসময় বক্তারা, সরকারকে দ্রুত এক দফা দাবি মেনে নেয়ার আহবান জানান।
ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতারা।
এছাড়াও কুষ্টিয়া, নওগাঁ, মেহেরপুর, জয়পুরহাট ও মানিকগঞ্জে পদযাত্রা করেছে বিএনপি।