বৃষ্টি বিঘ্নিত ঢাকা টেস্টের প্রথম দিনশেষে ভালো অবস্থানে পাকিস্তান

- আপডেট সময় : ০৯:৫৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বৃষ্টি বিঘ্নিত ঢাকা টেস্টের প্রথম দিনশেষে ভালো অবস্থানে পাকিস্তান। দিনশেষে ২ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৬১ রান। ৬০ রানে বাবর আজম ও ৩৬ রানে অপরাজিত আছেন আজহার আলী। দুটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি তৃতীয় সেশনের খেলা। এদিন খেলা হয়েছে মাত্র ৫৭ ওভার।
সাদা পোশাকে বিবর্ন বাংলাদেশ। যতই সময় যাচ্ছে ততই হতাশা সঙ্গী হচ্ছে লাল সবুজ দলের। এ যেমন ঢাকা টেস্ট। টস ভাগ্যটাও যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে।
অ্যাডভান্টেজ নিলো পাকিস্তানের উদ্বোধনী জুটি। গড়লেন ৫৯ রানের প্রতিরোধ। তবে ভয়ঙ্কর হতে দেননি চট্টগ্রাম টেস্টে মুগ্ধতা ছড়ানো তাইজুল। ২৫ করা আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বতি আনেন বাহাতি স্পিনার।
ব্যক্তিগত ৩৯-শে আবিদ আলীকে স্বস্তি আরও বাড়িয়েছিলেন তাইজুল। তবে তা মলিন হয়েছে বাবর আজম আর আজহার আলীর ব্যাটে।
প্রথম দিন আর কোন বিপদ হতে দেননি এই দুই অভিজ্ঞ। মৌসুমের বেরসিক বৃষ্টিও মনোবল ভাঙতে পারেনি বাবর আজহার আলীর। এ দুইয়ের ৯১ রানের জুটি আশার পালে হাওয়া।
আলোকস্বল্পতায় চা-বিরতির পর আর খেলা গড়ানি মাঠে। বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে নষ্ট হলো এক সেশনের বেশি সময়। দ্বিতীয় দিন আলো ছড়াবেন হাফ সেঞ্চুরিয়ান বাবর আজম ও ৩৬- শে অপরাজিত থাকা আজহার আলী। যাদের লাগাম টেনে ধরার অপেক্ষায় টিম বাংলাদেশ।