বৃষ্টির কারণে ২০ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ঢাকা টেস্ট
- আপডেট সময় : ০২:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বৃষ্টির কারণে ২০ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ঢাকা টেস্ট। সকালে টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। খেলা বন্ধের আগ পর্যন্ত ২ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১২৫ রান।
টস জিতে ব্যাটিং করতে নেমে শুরু টা ভাল ছিল দুই ওপেনারের। আবিদ আলী ও আবদুল্লাহ শফিক দুইজনে ৮ ওভারেই তুলে ফেলেন ৩০ রান। ১৫ ওভারে বিরতি পর্যন্ত কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। এরপর বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে পরাস্ত আব্দুল্লাহ শফিক। ২৫ রানে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। প্রথম টেস্টের দুই ইনিংসেই শতরানের জুটি গড়েছিলেন দুই ওপেনার। এবার আর পারেননি। ৫৯ রানে ভেঙে যায় জুটি। ৫০ বলে দুটি চার ও ১টি ছয়ে ২৫ রান করেন শফিক। পাকিস্তানের দলীয় রান যখন ৭০ ঠিক তখনই দলটির আরেক ওপেনার আবিদ আলীকেও বোল্ড করে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। প্রথম টেস্টে এক ইনিংসে সেঞ্চুরি ও আরেক ইনিংসে নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছিলেন। এবার হাফসেঞ্চুরির আগেই ৩৯ রানে তাকে আউট করেন তাইজুল। কাট করতে গেলে বল ব্যাটে লেগে আবিদের উইকেট ভেঙে দেয়। তাইজুলের ঘূর্ণিতে বোল্ড হয় আবিদ।