বৃষ্টির কবলে পড়েছে ঢাকা টেস্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:০১ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
বৃষ্টির কবলে পড়েছে ঢাকা টেস্ট। ২য় দিনের খেলা সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ায় তা এখনও মাঠে গড়ায়নি।
বৃষ্টিতে ভেস্তে গেছে প্রথম সেশনের খেলা। এর আগে ১ম দিনেও আলোক স্বল্পতা আর বৃষ্টির কারণে শেষ সেশনের খেলা হয়নি। বৃষ্টিত বিঘ্নিত প্রথম দিন শেষে ২ উইকেটে ১৬১ রান তুলেছে পাকিস্তান। ৬০ রানে অপরাজিত আছেন অধিনায়ক বারব আজম। ৩৬ রানে সঙ্গী আজহার আলী। সফরকারী দুই ব্যাটসম্যান আবিদ আলী ও আব্দুল্লাহ শফিককে ফিরেছেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে জিতে দুই ম্যাচ সিরিজে এগিয়ে আছে পাকিস্তান।