বৃষ্টিতে পণ্ড হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার শেষ টি-টুয়েন্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জেতেনি কেউই। বৃষ্টিতে পণ্ড হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার পঞ্চম ও শেষ টি-টুয়েন্টি। এতে ২-২ সমতায় শেষ হয় দু’দলের পাঁচ ম্যাচের সিরিজ।
চার ম্যাচের পর সিরিজে ২-২ সমতা থাকায় বেঙ্গালুরুতে শেষ ম্যাচটি হয়ে ওঠে অলিখিত ফাইনাল। যা পরিত্যক্ত হয় বেরসিক বৃষ্টিতে। চিন্নাস্বামি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ২ উইকেটে ২৮ রান তোলে ভারত। এরপর বৃষ্টির হানায় আর মাঠে গড়ায়নি খেলা। এর আগে, প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ জয়ের সম্ভাবনা তৈরী করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরের দুই ম্যাচ জিতে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক ভারত। সমতায় সিরিজ শেষ হওয়ায় সিরিজ জয়ের ট্রফি ভাগাভাগি করে দু’দল। ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন ভারতের ভুবনেশ্বর কুমার।