বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আগামী ২৮ নভেম্বর।
রাষ্ট্র ও আসামী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার বিকেলে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রায়ের দিন ঠিক করেন। গত ১৫ সেপ্টেম্বর এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। ২৪ অক্টোবর রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে। এরপর আসামী পক্ষের যুক্তিতর্ক শুরু হয় ২৫ অক্টোবর। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ১৯ জনকে আসামী করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তারা।