বুড়িগঙ্গা তীরের সব ডকইয়ার্ড ধলেশ্বরীসহ অন্যত্র সরানোর উদ্যোগ

- আপডেট সময় : ০৮:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নদী সংকোচন ও দূষণ রোধে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী সব ডকইয়ার্ড ধলেশ্বরীসহ সুবিধাজনক জায়গায় সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে সরকার। তবে নতুন ডকইয়ার্ড নির্মাণের আগেই পুরনোগুলো উঠিয়ে দিলে, শুধু জাহাজ নির্মাণ শিল্প নয়, নদী পথে যাতায়াতও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা ডকইয়ার্ড ও জাহাজ মালিকদের। দেশের স্বার্থে স্থানান্তর প্রক্রিয়ায় সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীতে জাতীয় কর্মশালায় তারা এসব বলেন।
দেশের যাতায়াত ও পন্য পরিবহনের সুপ্রাচীন মাধ্যম নৌপথ।
তবে দুষণ আর দখলে ক্রমশ সংকুচিত হচ্ছে নৌপথ। অভিযোগের তীর বুড়িগঙ্গা তীরে গড়ে উঠা ৩১টি ডকইয়ার্ডের দিকে।
এমন বাস্তবতায় বুড়িগঙ্গার তীরবর্তী ডকইয়ার্ডগুলো স্থানান্তরের বিষয়ে জাতীয় কর্মশালার আয়োজন করে বিআইডাব্লিউটিএ। যেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, পরিবেশবিদসহ সংশ্লিষ্টরা।
কর্মশালায় উত্থাপিত সমীক্ষা প্রতিবেদনে ধলেশ্বরী, কিশোরগঞ্জসহ সুবিধাজনক স্থানে বুড়িগঙ্গা তীরের ডকইয়ার্ডগুলো সরিয়ে ফেলার প্রস্তাব করে বিআইডাব্লিউটিএ।
স্থানান্তরের কারণ ব্যাখ্যা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান।
সাময়িক ক্ষতি সত্বেও দেশের স্বার্থে উন্নয়নের ধরাবাহিকতায় অংশ নিতে ডকইয়ার্ড মালিকদের প্রতি আহ্বান জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।
তবে এ বিষয়ে ভিন্নমত জানান জাহাজ ও ডকইয়ার্ড মালিকরা।
সিংক : সাইদুল ইসলাম ভূঁইয়া, মালিক, মাদারীপুর ডকইয়ার্ড
আলোচনায় বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব বলেও মত দেন তারা।