বুয়েটে ছাত্রলীগ নেতাদের প্রবেশ নিষিদ্ধে আজও উত্তাল ক্যাম্পাস
- আপডেট সময় : ০৪:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
বুয়েটে ছাত্র রাজনীতির বিরুদ্ধে আন্দোলনে এখন পর্যন্ত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় আজকের মতো আন্দোলন সংক্ষিপ্ত করার ঘোষণা দেয়া হয়েছে। তবে আগামীকাল জাতীয় শহীদ মিনারে অবস্থান নেবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, যেহেতু তাদের দাবি এখনো বাস্তবায়ন হয়নি। তাই তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা আগামীকাল কোনো ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।
শিক্ষার্থীরা বলেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার পরিচালকও তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ফলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে অবস্থানের ঘোষণা দিয়েছে তারা। এদিকে গতকাল রাতে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির সাথে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বুয়েট প্রশাসন।