বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি চরমে
- আপডেট সময় : ০৩:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠায় অনিয়ম-দুর্নীতি চরমে, ফলে তালিকায় নেই অনেক বীরাঙ্গনার নাম, জানিয়েছে টিআইবি। সকালে বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিকার: সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় বিষয়ক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য দেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের ৫০ বছর পার হলেও দেশে বীরঙ্গনাদের সঠিক সংখ্যা এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। আমলাতান্ত্রিক জটিলতা ও সংবেদনশীলতার ঘাটতি রয়েছে। সরকারি-বেসরকারি সংস্থার বীরঙ্গনাদের খুঁজে বের করার প্রক্রিয়া আশাব্যঞ্জক নয় বলেও জানান তিনি। টিআইবির প্রতিবেদন বলা হয়, মুক্তিযুদ্ধের সময় দেশের মোট জনসংখ্যার ৪৮.৩১ শতাংশ নারী ছিল। ২ লাখ গেজেটভূক্ত মুক্তিযোদ্ধার মধ্যে নারী মাত্র ২০৬ জন। আর খেতাবপ্রাপ্ত মোট ৬৭৬ জন মুক্তিযুদ্ধার মধ্যে নারী কেবলমাত্র ৩ জন। এতেই প্রমাণিত হয় নারী বীরঙ্গনা মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার প্রক্রিয়া বাস্তবসম্মত নয়।